ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবার আলোচনাতে ছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে তাদের নির্বাসন এক বছরের। আর ৯ মাসের জন্য নিষিদ্ধ ক্যামেরন ব্যানক্রফট। তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তার শাস্তির মেয়দাটাও ছিল কম, মাত্র ৯ মাস। সেই মেয়াদ শনিবার শেষ হয়েছে। তিনি আবারো সব ধরণের ক্রিকেটে খেলার যোগ্য।
নিষেধাজ্ঞা শেষে এবার মাঠে নামছেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে রোববার খেলবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। হোবার্ট হারিকেনসের সঙ্গে লড়বে তার দল পার্থ স্কোচার্স। দলটির ১৩ সদস্যের তালিকায় রয়েছে তার নাম।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ব্যানক্রফট। বল-বিকৃতি করায় নয় মাস নিষিদ্ধ হন তিনি। শিরীষ কাগজ দিয়ে বল-বিকৃতি করেন ব্যানক্রফট। টেলিভিশন রিপ্লেতে তার সেই কাণ্ড ধরা পড়ে। একই ঘটনায় ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ এক বছর নিষিদ্ধ হন। ব্যানক্রফট জানান, ওয়ার্নারের নির্দেশেই তিনি বল-বিকৃতি করেছেন তিনি।
২৬ বছর বয়সী এ ক্রিকেটার এবার সব পেছনে ফেলে মাঠে নামছেন। তবে জাতীয় দলে জায়গা পেতে লড়তে হবে তাকে।
Discussion about this post