ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজে ১-১ সমতা। যারা জিতবে সিরিজ তাদেরই। শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে যারা জিতবে টি-টুয়েন্টি সিরিজ তাদেরই। সিলেটে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। ঢাকায় তারই প্রতিশোধ নিয়েছে টাইগাররা। এবার নতুন চ্যালেঞ্জ। সাকিব আল হাসান বললেন, ‘চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জটা নিতে আমার ভালো লাগে। দলের সাফল্যে অবদান রাখতে পারলে ভাল লাগে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো’
অবশ্য অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছিলেন সাকিব। জ্বরের সঙ্গে ছিল ঠান্ডা আর ডায়রিয়া! তারপরও অনিশ্চয়তা কাটিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন অধিনায়ক। ব্যাটে-বলে ম্যাজিক দেখিয়ে হয়েছেন জয়ের নায়ক। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারায় বাংলাদেশ।
ম্যাচসেরা সাকিব বলেন, ‘আসলে সবার ধারণা ছিল সাকিব খেলবে। আমার না খেলার চিন্তা কেউ করে? যেহেতু এখন জ্বর নাই, ঠাণ্ডাটা যদি একটু কমে যায়, ডায়রিয়া আছে ওটাও যদি কমে যায়, তাহলে হয়তো পরের ম্যাচ ভালোভাবে খেলতে পারবো আমি।’
ব্যাট হাতে করেন ২৬ বলে অপরাজিত ৪২ রান। তারপর ক্যারিয়ারসেরা বোলিং৪-০-২১-৫। এমন অর্জনে খুশি সাকিব বলেন, ‘প্রথমবার কোনো কিছু হলে ভালো লাগে। তিন ফরম্যাটের এক ফরম্যাটে ছিল না ৫ উইকেট। এখন হয়ে গেল। আমি সব সময় যেটা বলি, দলে অবদান রাখতে পারলে ভালো লাগে। এমন কন্ডিশনে আমি আশা করিনি ৫ উইকেট পেয়ে যাব।’
Discussion about this post