ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই সাকিব আল হাসানকে নিয়ে শুরু হয়েছে শঙ্কা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে খেলতে পারবেন তো বাংলাদেশ অধিনায়ক? অবশ্য সিলেটে প্রথম টি-টুয়েন্টির আগের দিন পায়ে চোটে পেয়েছিলেন তিনি। তারপরও দেখা গিয়েছিল মাঠে। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত না হওয়ায় ‘তর্কে’ জড়িয়ে জরিমানা গুনতে হয় তাকে।
সেই ধাক্কা সামলে উঠে আবারো দুঃসংবাদ! জ্বরে ভুগছেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক। এ কারণে ফের গুঞ্জন মাঠে থাকবেন তো সাকিব?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার যদিও অনুশীলনে ছিলেন সাকিব। অবশ্য দ্রুত অনুশীলন পর্ব শেষ করে মাঠ ছাড়েন। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছিলেন, ‘ফ্লু না, সর্দি-কাশিও নেই। শুধু গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তাপটা কমে কি না। না কমলে ওষুধ খাবে সাকিব।’
জানা গেছে জ্বরের কারণেই হয়তো বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেখা যায়নি সাকিবকে। এনিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘এনিয়ে কোন কারণ নেই, এখানে মেটার অব চয়েস, সামনে হয়তো আসবে সাকিব।’
Discussion about this post