ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় জুড়েই লড়ে গেছেন তিনি। সাতবার গেবড় ধরনের অস্ত্রোপচার হয়েছে তার পায়ে। তারপরও হার মানেন নি! অনিশ্চয়তা কাটিয়ে ফিরেছেন মাঠে। বল-ব্যাটে বারবারই জবাব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডে খেলার সামনে দাঁড়িয়ে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামতেই এই মাইলফলকে পা রাখবেন টাইগার ক্যাপ্টেন।
এখন অব্দি ১৯৯টি ওয়ানডেতে ২৫২ উইকেট নিয়েছেন মাশরাফি। দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট তারই। ৩৫ বছর বয়সী করেছেন ১৭২২ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৫১ রানের।
রোববার দুপুর একটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টস করতে নামলেই রেকর্ড গড়া হয়ে যাবে মাশরাফির। নড়াইল এক্সপ্রেস শনিবার সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘ধন্যবাদ বিষয়টি মনে করানোর জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এগুলো আমাকে টাচ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না।’
মাশরাফি আরো বলছিলেন, ‘আমার কাছে এখন গুরুত্বপূর্ণ রোববারের ম্যাচটি। তবে একদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে।’
Discussion about this post