ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ইনিংসে তিনিই ছিলেন ত্রানকর্তা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। তার শতরানেই দল পেয়েছিল ভাল পুঁজি। এবার দ্বিতীয় ইনিংসেও দ্বায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন চেতেশ্বর পূজারা। অ্যাডিলেড টেস্টে ভারতকে এগিয়ে দিচ্ছেন তিনি। তার ব্যাটেই লিড বাড়িয়ে নিচ্ছে ভারতীয় দল। তৃতীয় দিন শেষে শনিবার ৩ উইকেটে ১৫১ রান করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানের লিড নিয়েছে সফরকারীরা।
এর আগে শনিবার সকালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৫ রানে অলআউট হয়ে যায়। ১ম ইনিংসে ৩৫ রানের লিড নেয় কোহলির দল। সেই দাপট ধরে রেখে এবার ব্যাটে বড় সংগ্রহের পথে আছে দল। দিন শেষে উইকেটে আছেন পূজারা (৪০*) ও অজিঙ্কা রাহানে (১*)।
সকালে ট্রাভিস হেডের দিকেই তাকিয়েছিল অস্ট্রেলিয়া। আগের দিন দারুণ লড়েছিলেন তিনি। কিন্তু সকালে মোহাম্মদ শামির পেস বোলিংয়ের সঙ্গে পারলেন না। ছয় চারে ১৬৭ বলে ৭২ রান তুলে ফিরে যান হেড। ২৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন নাথান লায়ন। ৭ উইকেটে ১৯১ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া অলঅাউট ২৩৫ রানে।
এরপর দ্বিতীয় ইনিংসে মুরালি বিজয় ও লোকেশ রাহুল শুরুতেই গড়েন ৬৩ রানের জুটি। ৬৭ বলে ৪৪ রান তুলেন রাহুল। বিজয় ১৮। কোহলিও বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়ে ফিরেন ৩৪ রানে। এই ইনিংসে খেলার পথে টেস্টে অজিদের বিপক্ষে হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তিনি। উপমহাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে এই কীর্তি গড়েন ভারত অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ২৫০/১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯৮.৪ ওভারে ২৩৫ (হেড ৭২, স্টার্ক ১৫, লায়ন ২৪*, হেইজেলউড ০; ইশান্ত ২/৪৭, বুমরাহ ৩/৪৭, শামি ২/৫৮, অশ্বিন ৩/৫৭, বিজয় ০/১০)
ভারত ২য় ইনিংস: ৬১ ওভারে ১৫১/৩ (রাহুল ৪৪, বিজয় ১৮, পুজারা ৪০*, কোহলি ৩৪, রাহানে ১*; স্টার্ক ১/১৮, হেইজেলউড ০/৩৩, লায়ন ১/৪৮, হেড ০/১৩)
Discussion about this post