ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অঘটন ছাড়া আর কীইবা বলা যায়। শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থাকলেও বৃহস্পতিবার ভিন্ন এক অভিজ্ঞতা হলো। আলোচনার বাইরে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে হার মানল বাংলাদেশ। নুরুল হাসান সোহানের দল ইমার্জিং টিমস এশিয়া কাপের শুরুতেই পথ হারাল। পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানে হারিয়েছে টাইগারদের।
অনেকটা হেসে-খেলেই বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে আমিরাত। সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত তুলে ২৬৭ রান। জবাবে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে আমিরাতের দুই ওপেনার আশফাক আহমেদ ও রোহান মোস্তফা গড়েন ১০২ রানের জুটি। ৭০ বলে ৪০ রান করেন অধিনায়ক রোহান। আশফাক ৯৩ বলে ৯৮ রান করে সৈয়দ খালেদ আহমেদের বলে আউট।
শাব্বের ৫২ ও শাইমান আনোয়ারের ৩৪ বলে ৩৪ রানে ভাল পুঁজি পায় আমিরাত। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৫৫ রানে তুলেন ৪ উইকেট। খালেদ ৩ উইকেট নেন ১০ ওভারে ৬৫ রানে।
জবাব দিতে নেমে শুরুতেই চাপে ছিল বাংলাদেশ। ওপেনার জাকির হাসান ও ওয়ানডাউনে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত শুরুতেই ধরেন সাজঘরের পথ। ওপেনার মিজানুর রহমান লড়লেও তা যথেষ্ট ছিল না। ৪৩ রানে ফিরেন তিনি। ২০ রানে আউট ইয়াসির। জাতীয় দলের দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহানও কিছু করতে পারেন নি।
লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা সময় না লড়লেও আরো বড় লজ্জায় পড়তো দল। আফিফ হোসেন ১৭ বলে ১৮ তুলেন। শফিউল ইসলাম ৩৫ বলে ৩২ রান। শরিফুল ৩ ছক্কায় ২৫ বলে ৩১। সিনিয়রদের লজ্জাই দিলেন তিনি।
আমিরাতের স্পিনার ইমরান হায়দার ৩৫ রানে নেন ৪ উইকেট। আহমেদ রাজাও নেন ৪ উইকেট।
ইমার্জিং টিমস এশিয়া কাপ অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। অবশ্য আইসিসির সহযোগী দেশগুলোর জাতীয় দল খেলছে।বাংলাদেশের দলে আছে সিনিয়র চার ক্রিকেটার। এ অবস্থায় শুক্রবারই আবার মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর-
সংযুক্ত আরব আমিরাত: ৪৯.৪ ওভারে ২৬৭/১০ (আশফাক ৯৮, শাব্বের ৫২, রোহান ৪০, শাইমান ৩৪; শফিউল ১/৪৩, খালেদ ৩/৬৫, আফিফ ০/২৬, তানভির ১/২৫, শরিফুল ৪/৫৫, মোসাদ্দেক ১/৫৩)।
বাংলাদেশ: ৩৬.৫ ওভারে ১৭০ (মিজানুর ৪৩, জাকির ৩, শান্ত ৮, ইয়াসির ২০, মোসাদ্দেক ০, নুরুল ০, আফিফ ১৮, তানভির ৩, শফিউল ৩২, শরিফুল ৩১*, খালেদ ৬; হায়দার ৪/৩৫, রাজা ৪/৫০, কাদির ১/১৮, নাভিদ ১/২৯)।
ফল: সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানে জয়ী
Discussion about this post