ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা টেস্টে বল হাতে ঘূর্ণি মায়ার ফাঁদ তৈরি করেছিলেন তিনি। আর সাফল্যও পেয়েছেন। দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেটের ১২টিই শিকার করেছেন তিনি। সেই ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ এবার বিশ্ব ক্রিকেটের সর্বােচ্চ সংস্থা আইসিসির প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে ওপরে উঠে গেছেন। ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে এখন এই স্পিনার। টেস্ট বোলারদের তালিকায় আছেন ১৬ নম্বরে। এবারই প্রথম সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন তিনি।
মিরপুরের শেরেবাংলায় রোববার শেষ হওয়া টেস্টে মিরাজ দুই ইনিংস নেন ১১৭ রান দিয়ে নিয়েছেন ১২ উইকেট। প্রথম ইনিংসে ৭/৫৮ ও দ্বিতীয় ইনিংসে ৫/৫৯। ২০১৮ সালে ১৪ ইনিংসে শিকার করেন ৪১ উইকেট। এ বছর ৭ টেস্টের ১৩ ইনিংসে ৪৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। তারপরই আছেন মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্যের পথ ধরে মিরাজ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ। ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিংয়ে রয়েছেন ১৬ নম্বরে। তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে সাকিব। রিয়াদ ১৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে। ২৬ নম্বরে মুমিনুল হক। মুশফিকুর রহীম ৭ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই অধিনায়ক সাকিব আল হাসান।
Discussion about this post