ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রামের পর ঢাকা। ভেন্যু বদলালেও দৃশ্যপট সেই একই। একেবারে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কোনরকম প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা। তিনদিনে হেসে-খেলে তাদের হারাল সাকিব আল হাসানের দল। ম্যাচটা হয়ে থাকল মেহেদী হাসান মিরাজের। এই স্পিনার দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসেই নিয়েছেন পাঁচ উইকেট। প্রতিপক্ষকে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলো অন ফেলে বাংলাদেশ পেয়েছে টেস্টে নিজেদের সবচেয়ে বড় জয়।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর তুলে নিয়ে রেকর্ড গড়া জয়। রোববার দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২১৩ রানে। তারই পথ ধরে ইনিংস ও ১৮৪ রানে জয় তুলে নেয় টাইগাররা।
প্রথমবারের মতো দুই ম্যাচের সিরিজে প্রতিপক্ষের ৪০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশেরই ৩৮ উইকেট ছিল আগের সেরা। ঢাকা টেস্টে অবশ্য পেস বোলার ছাড়াই খেলতে নেমেছিল দল। ইতিহাসে প্রথমবারের মতো ঘটল এই ঘটনা।
ঢাকা টেস্টে ১১৭ রানে ১২ উইকেট নিয়েছেন মিরাজ। ২০১৬ সালে ঢাকায় এই অফ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে ১২ উইকেট নেন। প্রথম ইনিংসে ৭ উইকেট পেয়েছিলেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা। এরপর মেহেদী হাসান দ্বিতীয় ইনিংসে পেলেন ৫ উইকেট। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো টেস্টে পেলেন ১২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৬.৪ ওভারে ১১১/১০ (ব্রাফেট ০, পাওয়েল ৪, হোপ ১০, অ্যামব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩৯, ডোরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; মিরাজ ৭/৫৮, সাকিব ৩/২৭)।
ওয়েস্ট ইন্ডিজ ২ম ইনিংস: (ফলোঅন) ৫৯.২ ওভারে ২১৩/১০ (ব্রাফেট ১, পাওয়েল ৬, হোপ ২৫, অ্যামব্রিস ৪, চেজ ৩, হেটমায়ার ৯৩, ডোরিচ ৩, বিশু ১২, রোচ ৩৭ ,ওয়ারিকিয়ান ০, লুইস ২০* ; মিরাজ ৫/৫৯, তাইজুল ২/৪০, সাকিব ২/৬৫ নাঈম ১/৩৪)।
ফল: ইনিংস ও ১৮৪ রানে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
সিরিজ: বাংলাদেশ ২ ম্যাচ টেস্ট সিরিজে ২-০তে জয়ী
সিরিজসেরা: সাকিব আল হাসান
Discussion about this post