ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা টেস্টের প্রথম দিনই বাংলাদেশের। অভিষেক টেস্ট খেলতে নেমেই সফল ওপেনার সাদমান ইসলাম। প্রথম ইনিংসেই কথা বলল তার ব্যাট। শুক্রবার সকালে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই দারুণ লড়লেন এই তরুন ক্রিকেটার। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নামেন সাদমান। তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর সাকিব আল হাসানের ব্যাট থেকেও এসেছে অর্ধশতক।
সব মিলিয়ে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।
সাদমান বেশ দেখে-শুনে খেলেছেন। ১৯৯ বলের ইনিংসে তিনি করেন ৭৬ রান। অভিষেকেই শতরানের সম্ভাবনা জাগিয়েও পারলেন না তিনি। এর আগে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে গড়েন ৪২ রানের জুটি। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৪৫ রানের জুটিতে দলের ভীত মজবুত করেন এ বাঁহাতি। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিথুনের সঙ্গে দলীয় স্কোর বোর্ডে আরও ৬৪ রান যোগ করেন। অভিষেক টেস্টেই সাদমান অর্ধশতক করতে খেলেন ১৪৭ বল।
অধিনায়ক সাকিব আল হাসানও দেখে-শুনে খেলছেন। স্লো উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দিন শেষে তার ব্যাটে অপরাজিত ৫৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৬৯ রানের জুটি।
লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ৬৯ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, শারমন লুইস ও রোস্টন চেইস।
এর আগে সকালে টস জিতে ঢাকা টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে জায়গা করে নেন লিটন দাস। চোট নিয়ে শঙ্কা থাকলেও দলে আছেন মুশফিকুর রহীম। বিস্ময়কর হলেও সত্য আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বিশেষজ্ঞ পেসার ছাড়াই খেলতে নেমে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৯/৫ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিথুন ২৯, সাকিব ৫৫*, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ৩১*; রোচ ১৫-১-৩৮-১, লুইস ১২-১-৩৫-১, চেইস ২১-০-৬১-১, ওয়ারিক্যান ১৯-২-৪৬-০, বিশু ১৯-১-৬৯-২, ব্র্যাথওয়েট ৪-০-৮-০)।
Discussion about this post