ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বোলারদের দাপট চলছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। মধ্যাঞ্চলের বোলার শহিদুল ইসলামের বোলিং তোপে পড়ে বৃহস্পতিবার বড় লিড নিতে পারেনি উত্তরাঞ্চল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১ম ইনিংসে মিজানুর রহমান, ফরহাদ হোসেন ও নাঈম ইসলামের হাফসেঞ্চুরিতে তারা করে ২৫৫ রান।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল করে ৩ উইকেটে ৫০ রান। ১৫ রানে এগিয়ে তারা। এর আগে প্রথম ইনিংসে দলটি ২২০ রানে অলআউট হয়েছিল। ৩৫ রান লিড তাদের।
৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন শহিদুল। দুটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও মোশাররফ হোসেন রুবেল।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২২০/১০
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৫.১ ওভারে ২৫৫/১০ (মিজানুর ৮১, ফরহাদ ৫৪, নাঈম ৬১, জহুরুল ১৯, ধীমান ১০, জিয়া ৩, সাব্বির ৬, সানজামুল ৯, মোহর ১*, ইবাদত ১; আবু হায়দার ২/৫৯, শহিদুল ৬/৬৪, রবিউল ০/৫৩, মোশাররফ ২/৫৬)
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১৫.৪ ওভারে ৫০/৩ (শান্ত ২২*, মজিদ ০, জাকের ৯, মার্শাল ১২; ইবাদত ১/১৫, জিয়া ১/২৪, মোহর ১/১)
#############
আগের দিন শতরান করেছিলেন শামসুর রহমান শুভ। বৃহস্পতিবার ইয়াসির আলী চৌধুরীর ব্যাট সেঞ্চুরি। দুই শতরানে বড় সংগ্রহ গড়েছে পূর্বাঞ্চল। আব্দুর রাজ্জাক ৫ উইকেট শিকার করলেও বিপাকে তার দল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের ৪ উইকেট হারিয়ে তুলে ৮৯ রান। ৩৮৪ রানে লিড রয়েছে পূর্বাঞ্চলের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এর আগে অলআউট হয়ে প্রথম ইনিংসে তারা তুলে ৪৭৩ রান।
ম্যাচে এনামুল হক জুনিয়র করেন ৪৬। ইয়াসির ১৭৪ বলে করেন ১১২ রান। ১৭১ রানে ৫ উইকেট নিয়েছেন রাজ্জাক। দুটি করে শিকার মেহেদি হাসান ও ফজলে মাহমুদের।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৩৭.২ ওভারে ৪৭৩/১০ (তাসামুল ৪৮, ইয়াসির ১১২, আফিফ ১৭, সাইফ ৩, এনামুল জুনিয়র ৪৬, হাসান ০*; শফিউল ০/৬৯, আল আমিন ১/৪০, রুবেল ০/৬৪, রাজ্জাক ৫/১৭১, মেহেদি ২/৯৯, মাহমুদ ২/১৪)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪০ ওভারে ৮৯/৪ (শাহরিয়ার ০, এনামুল ৪, মাহমুদ ২৯, তুষার ১, রকিবুল ৩৩*, সোহান ১৯*; মাহমুদুল ২/২৬, হাসান ১/১৯, সাইফ ১/১৯)
Discussion about this post