ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট রান নেই- একারণেই ছিটকে গিয়েছিলেন জাতীয় দল থেকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটেও পারছেন না লিটন দাস। আরো একটা ম্যাচে ব্যর্থ এই ব্যাটসম্যান। একইসঙ্গে রানে নেই জাতীয় দল থেকে ছিটকে পড়া আরেক ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। তবে বল হাতে আগুণ ঝরালেন ইবাদত হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে মধ্যাঞ্চল ২২০ রানে অলআউট।
বুধবার এরপর নেমে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে উত্তরাঞ্চল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এর আগে চলেছে ইবাদতের দাপট। এই পেসার দুর্দান্ত বোলিং করলেন।
এরমধ্যে ওপেনার লিটন দাস ফিরেন মাত্র ৩ রানে। ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ও মার্শাল আইয়ুব আর মোসাদ্দেক। ৪৮ রান করেন শুভাগত। ১৪৫ বলে ৭৬ রান তুলেন মজিদ। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট তুলে শেষ পর্যন্ত ৫১ রানে তার শিকার ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২২০/১০ (লিটন ৩, শান্ত ১০, মজিদ ৭৬, মোসাদ্দেক ২, শুভাগত ৪৮, জাকের ১৩, মোশাররফ ৩৪, শহিদুল ১৬, রবিউল ৫*; ইবাদত ৬/৫১, মোহর ১/৫৪, জিয়া ২/৩৫, সানজামুল ১/৬৮)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৫.১ ওভারে ৭২/১ (মিজানুর ৩৪*, জুনায়েদ ২, ফরহাদ ৩১*; শহিদুল ১/২৪)
###############
শামসুর রহমানের ব্যাটে দেড়শ
শামসুর রহমান শুভর শতরানে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় স্কোরের পথে পূর্বাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে বুধবার দলটি তুলেছে তুলেছে ৪ উইকেটে ৩১৪।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রনি তালুকদার তুলেন ৫৩ রান। ১৫৩ রানে ফিরেন শামসুর।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৪/৪ (রনি ৫৩, শামসুর ১৫৩, মাহমুদুল ২১, জাকির ১, তাসামুল ৪৭*, ইয়াসির ২৬*; রাজ্জাক ৩/১১১, মাহমুদ ১/১০)
Discussion about this post