ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই শাস্তির মেয়াদ কমছে না তাদের। বল টেম্পারিংয়ে নিষিদ্ধ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফটের শাস্তির মেয়াদ কমানোর যে গুঞ্জণ তা উড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জানা গেছে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধই থাকছেন তারা। সিএ’র অন্তর্বর্তীকালীন প্রধান আর্ল এডিংস বলেছেন, তিন ক্রিকেটারকে যে মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কোনো প্রকার কাটছাঁট করবে না বোর্ড।
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে গত মার্চে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয় সিএ। অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাস আর ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও সিএর ওপর বল টেম্পারিংয়ের কারণে ক্রিকেটারদের নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করে দেখার ব্যাপারে বেশ চাপ সৃষ্টি হয়।
অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন (এসিএ) ক্রিকেটারদের শাস্তি কমানোর আবেদন করে। তারা বলে, ‘তাদের যথেষ্ট শাস্তি হয়েছে।’ জবাবে সিএ জানিয়েছে, ‘অপরাধের সঙ্গে সংগতি রেখেই খেলোয়াড়দের শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং সে শাস্তি মাফ করে দেওয়া বা সংক্ষিপ্ত করার প্রশ্নই ওঠে না।’
আর্ল এডিংস জানালেন, ‘সিএ মনে করে শাস্তির মেয়াদ ও ধরনের ওপর দেশে-বিদেশে ক্রিকেট অস্ট্রেলিয়ার মর্যাদার সঙ্গে সংগতি রেখেই ঠিক করা হয়েছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটরা এখন ক্রিকেটের চেতনার প্রতি তাদের অঙ্গীকার প্রমাণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’
Discussion about this post