ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
আক্রমনের পর আক্রমন। তারপরও গোলের দেখা নেই। কিন্তু এক পর্যায়ে ঠিকই খুলে গেল কোস্টারিকার গোলমুখ। স্বস্তির জয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ফিলিপে কৌতিনিয়ো এবং শেষ মিনিটে নেইমারের গোল। ২-০ গোলের জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠার সম্ভাবনা উজ্জল করল ৫বারের চ্যাম্পিয়নরা।
সেন্ট পিটার্সবাগ স্টেডিয়ামে শুক্রবার ম্যাচে গোল করতে না পারার আক্ষেপেই বারবার পুঁড়েছে ব্রাজিল। এরমধ্যে ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি পায় দলটি। ম্যাচে নেদারল্যান্ডসের রেফারি কুইপার্স বিয়ন ধরে নেন- গনজালেস জার্সি টেনে বক্সে ফেলে দিয়েছেন নেইমারকে। তাপরপর ভিএআর প্রযুক্তিতে দেখা গেছে সেটা নেইমারের ছিল অভিনয়। প্রযুক্তির সাহায্য নিয়ে এরপরই পেনাল্টি বাতিল করেন রেফারি। তারপর ৮১ মিনিটে রেগে গিয়ে বল মাটিতে হাত দিয়ে আছড়ে হলুদ কার্ড পান নেইমার।
ইনজুরি টাইমের প্রথম মিনিটে ফিরমিনোর হেডে ডি বক্সে বল পান জেসুস। তার কাছ থেকে বল পেয়ে নিচু শটে কৌতিনিয়ো বল পাঠিয়ে দেন কোস্টারিকার জালে। সুইজারল্যান্ডের বিপক্ষেও তার গোল করেন তিনি। তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দল।
ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি নেইমার। আর উৎসবে মেতে গোটে ব্রাজিল সমর্থকরা। কিন্তু মুখ চেপে আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন নেইমার। অনেক অপেক্ষার পর যে অবশেষে গোল পেলেন!
Discussion about this post