ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ঈদের ছুটি কাটিয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। নতুন হেড কোচ স্টিভ রোডস দেখে নিচ্ছেন তার শিষ্যদের। দিন দুয়েক আগে দ্বায়িত্ব নিয়েছেন তিনি। আর ২০ জুন থেকে কাজ শুরু করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন চালিয়ে যাচ্ছে দল। বৃহস্পতিবার
প্রস্তুতিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সঙ্গে ফিটনেস অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। প্রস্তুতিটা দাঁড়িয়ে থেকে দেখেছেন এই ইংলিশ কোচ।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ছিল দুই সেশনের অনুশীলন। সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় প্রথম সেশন। তারপর দ্বিতীয় সেশন লাঞ্চ বিরতির পর থেকে বিকেল ৩টা পর্যন্ত চলেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে পুরোটা সময় নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
আপাতত ইউটিউবে ভিডিও দেখে ক্রিকেটারদের পরামর্শ দিবেন টাইগারদের নতুন কোচ। স্টিভ রোডস জানান, ‘দেখুন, সবকিছুই আমার জন্য নতুন। বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে খুব বেশি জানি না। তবে গত কিছুদিন বাড়িতে বসে নিয়মিত ওদের সম্পর্কে ইন্টারনেটে ঘেঁটেছি। ইউটিউবে হাইলাইটস দেখেছি। ক্রিকেটারদের পাশাপাশি স্টাফদের সম্পর্কেও ধারণা নেওয়ার চেস্টা করেছি।’ বাংলাদেশের কোচ হয়ে যারপরনাই খুশি তিনি। এটি তার ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করবে। এই প্রথম কোন জাতীয় দলের দ্বায়িত্ব নিলেন রোডস।
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি শেষ হবে শুক্রবার। এরপর ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ জুলাই অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post