ক্রিকবিডি২৪.কম ডেস্ক
ঢাকা টেস্টে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যা দেশের টেস্ট ইতিহাসে রানের হিসেবে দ্বিতীয় বড় জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষেই সবচেয়ে বড় জয় পেয়েছিল টাইগাররা। ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ২২৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
চলুন এবার দেখে নেই ঢাকা টেস্টের স্কোরকার্ড
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ভেন্যু: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
তারিখ: ১১-১৫ নভেম্বর ২০১৮
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬০ ওভারে ৫২২/৭ ডিক্লে. (মুশফিক ২১৯*, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ৪, মিরাজ ৬৮*; জার্ভিস ৫/৭১, চাটারা ১/৩৪, টিরিপানো ১/৬৫)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৫.৩ ওভারে ৩০৪/৯ (চারি ৫৩, টিরিপানো ৮, টেলর ১১০, উইলিয়ামস ১১, রাজা ০, মুর ৮৩, চাকাভা ১০, মাভুটা ০, জার্ভিস ৮*, চাটারা আহত অনুপস্থিত; তাইজুল ৫/১০৭, মিরাজ ৩৬১, আরিফুল ১/১০)
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা) (লিটন ৬, ইমরুল ৩, মুমিনুল ১, মিঠুন ৬৭, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ১০১*, আরিফুল ৫, মিরাজ ২৭*; জার্ভিস ২/১৭, টিরিপানো ২/৩১, উইলিয়ামস ১/৬৯, রাজা ১/৩৯)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস:(লক্ষ্য ৪৪৩) ৮৩.১ ওভারে ২২৪/১০ (টেলর ১০৬*, উইলিয়ামস ১৩, রাজা ১২, মুর ১৩, চাকাভা ২, টিরিপানো ০, মাভুটা ০, জার্ভিস ১, চাটারা আহত অনুপস্থিত; মুস্তাফিজ ১/১৯, তাইজুল ২/৯৩, মিরাজ ৫/৩৮)।
ফল: বাংলাদেশ ২১৮ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
সিরিজ: বাংলাদেশ ১ ও জিম্বাবুয়ে ১
সিরিজসেরা: তাইজুল ইসলাম
Discussion about this post