ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্টের পঞ্চম ও শেষ দিনে ২ উইকেটে ৭৬ রান নিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের লক্ষ্য ছিল ৮ উইকেট। দিনটা কাটিয়ে দিতে চেয়েছিল সফরকারীরা। সকালে অবশ্য বেশ লড়েছিল তারা। শুরুতে কিন্তু দিনের নবম ওভারে শন উইলিয়ামসকে (১৩) ফিরিয়ে দিয়ে শুরু। মুস্তাফিজুর রহমান এই উইকেটটি নিতেই নিয়মিত বিরতিতে শিকারে নামে দল। এরপর আর প্রতিরোধ গড়া হয়নি। চা বিরতির আগেই জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস অলআউট ২২৪ রানে।
বাংলাদেশ ঢাকা টেস্ট জিতলো ২১৮ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ ১-১ জয়ের সমতায়।
এটি অনেক প্রাপ্তির এক টেস্ট ম্যাচ। সিলেটে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল টাইগারদের। জয় ছাড়া অন্র কিছু ভাবার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়েছে অনেকগুলো প্রাপ্তির হাত ধরে। টেস্টে ডাবল সেঞ্চুরি পেলেন মুশফিক। মুমিনুলের করলেন ১৬১ রান। তাইজুল ঘূর্ণি বলের মায়ায় টানা তিন ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। মাহমুদউল্লাহ রিয়াদ পেলেন আট বছর পর টেস্ট সেঞ্চুরি। আর শেষে মিরাজের বলে যাদু। সব মিলিয়ে মনে রাখার মতোই হল ঢাকা টেস্ট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ ১-১ এ ড্র করল লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টেস্ট সিলেটে জিম্বাবুয়ে জিতে ১৫১ রানে।
লক্ষ্য ছিল ৪৪৩ রান। জবাবে ২য় ইনিংসে সফরকারীরা শেষ ২২৪ রানে। বাংলাদেশ সবশেষ টেস্ট জিতেছিল ২০১৭ সালের এপ্রিলে। এই মিরপুরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। পরের আট টেস্টের সাতটিতেই হার। একটি ড্র।
শেষদিনে মেহেদী হাসান মিরাজ বল হাতে সাফল্য পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৫ উইকেট। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতরান করেছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে হারারে টেস্টে ২০১৩ সালে উভয় ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছিলেন টেলর। পাঁচ বছর আগের সেই টেস্টে জিম্বাবুয়ে জিতলেও এবার তার সেঞ্চুরিতেও টেস্ট বাঁচাতে পারল না জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ২য় ইনিংস:(লক্ষ্য ৪৪৩) ৮৩.১ ওভারে ২২৪/১০ (টেলর ১০৬*, উইলিয়ামস ১৩, রাজা ১২, মুর ১৩, চাকাভা ২, টিরিপানো ০, মাভুটা ০, জার্ভিস ১, চাটারা আহত অনুপস্থিত; মুস্তাফিজ ১/১৯, তাইজুল ২/৯৩, মিরাজ ৫/৩৮)।
ফল: বাংলাদেশ ২১৮ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
সিরিজ: বাংলাদেশ ১ ও জিম্বাবুয়ে ১
সিরিজসেরা: তাইজুল ইসলাম
Discussion about this post