ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বেশ পুরনো মুখ। সেই ২০০৬ সালের নভেম্বরে অভিষেক। তারপর একটানা খেলে গেছে গত এক যুগ ধরে। এবার সেই মোহাম্মদ মিঠুনের টেস্ট ক্রিকেটে অভিষেক হল প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৮ ম্যাচ খেলে দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নামলেন তিনি।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে অভিষেক হয়েছে সৈয়দ খালেদ আহমেদ আর মিঠুনের।
ধাপে ধাপে পথ পেরিয়ে এসেছেন মোহাম্মদ মিঠুন। কুষ্টিয়ার এই ক্রিকেটার এর আগে বিসিবির হাই পারফরম্যান্স ও ‘এ’ দলে খেলেছেন। টি-টুয়েন্টির পর বাংলাদেশের ওয়ানডে দলেও জায়গা মিলেছে। এবার বুঝে পেলেন টেস্ট ক্যাপ।
দীর্ঘদিন প্রথম শ্রেণিতে খেলে টেস্টে জায়গা পাওয়ার রেকর্ড গড়লেন তিনি। তার আগের রেকর্ডটি ছিল নাজিমউদ্দিন আহমেদের। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এর আগে ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সিলেটে গত সপ্তাহ খানেন আগে অভিষেক হয় আরিফুল হকের।
ক্রিকেট বিশ্বে অবশ্য এই রেকর্ডটি দখলে আছে ইউয়ার্ট অ্যাস্টিলের। ১৯০৬ সালে লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। তারপর ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা ১৯২৭ সালে। এরমধ্যে খেলেন ৪২৩টি প্রথম শ্রেণির ম্যাচ!
প্রথম শ্রেণির ক্রিকেটে একটিও ম্যাচ না খেলে সরাসরি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ৩৩ জন। সবশেষ তিনজনের দুইজনই বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল হোসেন সরাসরি টেস্টে সুযোগ পেয়েছিলেন।
এদিকে এমন একটা ম্যাচে রোববার অবশ্য কিছুই করতে পারেন নি মিঠুন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ফিরেন শুন্য রানে।
সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে টেস্ট অভিষেক-
মোহাম্মদ মিঠুন ৮৮
নাজিমউদ্দিন ৮১
আরিফুল হক ৭৬
শামসুর রহমান ৬৬
মার্শাল আইয়ুব ৬২
আবু জায়েদ চৌধুরী ৬২
সানজামুল ইসলাম ৬০
জহুরুল ইসলাম ৬০
Discussion about this post