ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডু অর ডাই টেস্টের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই। এখানে ড্র কিংবা হারলে সিরিজটাও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু সেই টেস্টেও জিম্বাবুয়ের বিপক্ষে বিপাকে পড়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে সকালেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দল। ঢাকা টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৫৬ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিক (১২) ও মুমিনুল হক (২৫)। সাজঘরে ফিরেছেন লিটন দাস (৯), ইমরুল কায়েস (০), মোহাম্মদ মিথুন (০)।
সিলেট টেস্টের মতোই দ্বায়িত্ব নিতে পারছেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। একইভাবে ব্যর্থতার মিছিলে তারা।
রোববার সকালে টস ভাগ্য কথা বলল টাইগারদের হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন তিনজন। ঢাকায় অভিষেক হয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। আট মাস পর টেস্ট একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান।
দল থেকে বাদ পড়লেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশের একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post