ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন জয় ছাড়া অন্য কিছু ভাবারই সুযোগ নেই। কারণ সিলেটে প্রথম টেস্টে হেরে বিপাকে আছে দল। এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটিতে হারলে কিংবা ড্র করলে লজ্জায় ডুববে বাংলাদেশ। কারণ সিরিজ হারাবে তারা। এ অবস্থায় দলে একাধিক পরিবর্তনের আভাস মিলছে। ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। তেমনটাই ইঙ্গিত করলেন অভিষেক টেস্ট খেলে আসা আরিফুল হক।
তার আশা রোববার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়াবে দল। জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বলছিলেন, ‘কোনো চাপ নেই আমাদের। আমাদের প্রধান বোলার মুস্তাফিজ খেলেনি। ও ফিরলেই আমার জিততে পারব। ইতিবাচক আছি আমরা। ডু অর ডাই যেভাবেই হোক ম্যাচ জিতবো আমরা।’
মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে আরিফুল বলেন, ‘আমরা শেষ ম্যাচটা নিয়ে যদি বেশি চিন্তা করি তাহলে মানষিকভাবে ডাউন থাকব। তো আমরা ওটা নিয়ে বেশি চিন্তা করবো না। ম্যাচ, বল টু বল নিয়ে ফোকাস করবো। টিম গেম যদি খেলতে পারি আর সবাই যদি পজিটিভ খেলতে পারে জিম্বাবুযের বিপক্ষে জেতা কঠিন হবে না।’
অভিষেকে দুই ইনিংসেই আরিফুল রান পেয়েছেন। যদিও সতীর্থরা ব্যর্থ। নিজের সাফল্যে খুশি এই অলরাউন্ডার। বলেন, ‘প্রথম টেস্ট ভাল গেছে আমার। আত্মবিশ্বাসও বেড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বোলাররা খুব বেশি বাজে বল দেবে না, বাজে বলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর্ন্তজাতিক ম্যাচ খেললে যে চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে। সেটা আমার হয়েছে। চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে। জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করার পর আত্মবিশ্বাস ভাল ছিল আর শেষ টেস্টে হয়তো ব্যাটিং ভালই করেছি।’
Discussion about this post