ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রেস্টুরেন্ট ব্যবসায় এবার আরো এক ক্রিকেটার। ভারতের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি আর বিরাট কোহলিরা আগেই নাম লিখিয়েছেন। বাংলাদেশে সাকিব আল হাসান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদও জমিয়ে তুলেছেন তাদের রেস্টুরেন্ট। এবার আকরাম খানও খুলে বসলেন ভোজন রসিকদের জন্য রেস্টুরেন্ট।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান রাজধানী খুললেন তার ‘ক্রিকেটার্স কিচেন’। গুলশান পুলিশ প্লাজা ও শুটিং ক্লাবের মাঝে হাতিরঝিলের পাশে আকরামের এই রেস্টুরেন্ট। যার উদ্বোধনীতে বৃহস্পতিবার নেমেছিল তারার মেলা।
আকরাম ও তাঁর স্ত্রী সাবিনা আকরাম নতুন এই ব্যবসায় শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন, তাঁর স্ত্রী, নাঈমুর রহমান, হাবিবুল বাশার ও খালেদ মাসুদ পাইলটের সঙ্গে বর্তমানের তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও।
আকরাম খান জানালেন, ‘আমার পূর্ব পুরষরা ব্যবসার সঙ্গে জড়িয়েছিলেন। বিশেষ করে আমার বাবা রেস্টুরেন্ট দিয়ে তার ব্যবসা শুরু করেন। আমিও সেই পথেই হাটলাম এবার।’
Discussion about this post