ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখালেন তাইজুল ইসলাম। এবার তুলে নিয়েছেন ৫ উইকেট। মানে দুই ইনিংসে ১১ উইকেট। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে এক টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এখন দু্ই নম্বরে তাইজুল। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
এবারই স্পিনার তাইজুল টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। বাংলাদেশের চতুর্থ বোলার এই অর্জন যোগ হল তার নামের পাশে। সাকিব দুবার দশ উইকেট নিয়েছেন এক টেস্টে। টেস্টে বাংলাদেশের পক্ষে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এখন তাইজুলের। এনামুল জুনিয়র ও মেহেদী মিরাজ নিয়েছেন ১২ উইকেট। সাকিব দুবারই নিয়েছেন ১০টি করে উইকেট।
তাইজুলের ২০ টেস্টের ক্যারিয়ারে উইকেট সংখ্যা ৮০টি। মাশরাফি বিন মুর্তজা৭৮ উইকেট নিয়ে আছেন এরপরই। একটা জায়গায় সাকিবকেও পেছনে ফেলেছেন তাইজুল। ১৯ টেস্ট খেলে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৭৪টি। তার থেকে দুটি এগিয়ে তিনি। আর ১৫ টেস্ট খেলে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৬১ উইকেট। ১০ টেস্ট খেলে মুস্তাফিজুর রহমানের উইকেট ২৬টি।
তারপরও অবশ্য দলে জায়গা নিশ্চিত নয় তার। সাকিব ফিরলে একাদশে থাকবেন কীনা তা নিয়ে সংশয় আছে।
বাংলাদেশের পক্ষে টেস্টে ১০ উইকেট পেয়েছেন যারা
বোলার | উইকেট | প্রতিপক্ষ | মাঠ | সাল |
এনামুল জুনিয়র | ১২ | জিম্বাবুয়ে | ঢাকা | ২০০৫ |
সাকিব আল হাসান | ১০ | জিম্বাবুয়ে | খুলনা | ২০১৪ |
মেহেদী মিরাজ | ১২ | ইংল্যান্ড | ঢাকা | ২০১৬ |
সাকিব আল হাসান | ১০ | অস্ট্রেলিয়া | ঢাকা | ২০১৭ |
তাইজুল ইসলাম | ১১ | জিম্বাবুয়ে | সিলেট | ২০১৮ |
Discussion about this post