ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৮ রানে জিতেছে গাজী ট্যাংক। এক ম্যাচ হারের পর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারো চেনা পথে ফিরল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
শুক্রবার ম্যাচে জিহান মোবারকও ৬৫ রান ও দুই উইকেট নিয়েছেন। কিন্তু দিন শেষে মাহমুদউল্লাহর নৈপুণ্যের কাছে ম্লান তার সেই সাফল্য। অধিনায়কের অলরাউন্ডিং পারফরম্যান্সেই শেষ রক্ষা গাজী ট্যাংকের।
৬০ বলে পঞ্চাশের পর ছয় ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুই উইকেট দখল করে গাজী ট্যাংকের জয়ের নায়ক মাহমুদউল্লাহ। অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ওপেনার তারিক ওসমান (৫০), কিউই অলরাউন্ডার স্টাইরিস (৩৪) ও রকিবুলও (৩৯) ব্যাট হাতে অবদান রাখেন।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক : ২৪৪/৮, ৫০ ওভার (তারিক ওসমান ৫০, ইমরুল ২১, স্টাইরিস ৩৪, মাহমুদউল্লাহ ৫০, রকিবুল ৩৯, বীরারতেœ ১৪, হামিদুল ২৩, জেহান ২/৫৩, নাঈম ৩/৪৪)।
কলাবাগান : ২৩৬/১০, ৪৯.৩ ওভার (মাহবুব ২০, নাসিরউদ্দীন ১৩, ফরহাদ ৩৬, জেহান মোবারক ৬৫, কাপুগেদারা ৬০, নাদিফ ১২, রুবেল ২/৫১, আরাফাত সানি ২/৪৫, মাহমুদউল্লাহ ২/১৩)।
ফল: গাজী ট্যাংক ৭ রানে জয়ী
Discussion about this post