ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগের খুলনা-বরিশাল ম্যাচে প্রথম দিনই উত্তেজনা। কেউ কাউকে ছাড়া দিচ্ছেন না। জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। সোমবার প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনে খুলনায় খুলনার বিপক্ষে বরিশাল ১ম ইনিংসে করেছে ৮ উইকেটে ২৬৬ রান।
সকালে খুলনায় টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। কিন্তু উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিস ও রাফসান আল মাহমুদ করেন মাত্র ৪১ রান। ২২ রান করেন রাফসান। নাফীস ফিরেন ৪১ রানে। এরপর পথ হারায় দল। এক পর্যায়ে ১১৮ রানে বরিশালের ৫ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।
এরপরই সোহাগ গাজী করেন ৩৮ রান। অষ্টম উইকেটে নুরুজ্জামান ও শামসুল ইসলামের ৬৩ রানের জুটি গড়ে দলকে পথ দেখান। না হলে বিপদেই পড়ে যাচ্ছিল বরিশাল। ৩০ রান করেন শামসুল। ৪৮ রানে অপরাজিত নুরুজ্জামান।
তারকা স্পিনার রাজ্জাক ৩৩ ওভার বোলিং করে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৬/৮ (শাহরিয়ার ৪১, রাফসান ২২, ফজলে মাহমুদ ১২, আল আমিন ১৫, মোসাদ্দেক ৭, সোহাগ ৩৮, সালমান ২২, নুরুজ্জামান ৪৮*, শামসুল ৩০, মনির ২১*; আল আমিন ২/৬২, সৌম্য ০/৪, মেহেদি ২/৪৬, রাজ্জাক ৩/১০৩, আফিফ ১/৩৯, ইমরুল ০/৭)।
Discussion about this post