ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনেই হচ্ছে না এই দলটাই কিছুদিন আগে এশিয়া কাপ জিতে এসেছে! সেই ছন্দময় ক্রিকেট যেন হারিয়ে ফেলে সালমা খাতুনের দল। দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে কিছুই করে দেখাতে পারল না। ব্যর্ত সিরিজের শেষ টি-টুয়েন্টিতেও। প্রথমে ব্যাটিং তারপর বল হাতেও ব্যর্থ। শনিবার কক্সবাজারে বাংলাদেশের মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ম্যাচে তেমন কোন লক্ষ্য দিতে পারেনি টাইগ্রেসরা। মাত্র ৭৭ রানে থমকে যায় স্বাগতিকরা। এরপর ৩১ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তানের মেয়েরা। চার ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল সফরকারীরা।
শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস প্রথমে ব্যাটিংয়ে নামে টাইগ্রেসরা। কিন্তু তেমন কিছুই করতে পারেনি তারা। শুধু কিছুক্ষণ লড়লেন রুমানা আহমেদ। ৩১ বলে ২৪ রান তুলেন তিনি। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪। পাকিস্তানের নাতালিয়া পারভেইজ ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।
এরপর জবাব দিতে নেমে লক্ষ্যে পৌঁছতে কোন বেগই পায়নি পাকিস্তানে মেয়েরা। জাভেরিয়া খান একাি্ তুলেন ৩৬ রান। মুনিবা করেন ১৮। দল ১৪.৫ ওভারে ম্যাচটা জিতে নেয়।
মাঠ খেলার অনুপযোগী থাকায় পরিত্যক্ত হয়েছিল সিরিজের প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫৮ রানে জয় পায় পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সফরকারীরা।
এখন ওয়ানডে লড়াই। সোমবার কক্সবাজারেই সিরিজের একমাত্র ওয়ানডে লড়বে বাংলাদেশ-পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ৭৭/১০ (শামিমা ৪, আয়েশা ২, সানজিদা ৪, নিগার ৯, রুমানা ২৪, লতা ৪, ফাহিমা ১৪, সালমা ৪, নাহিদা ২*, কুবরা ২; নাটালিয়া ৩/২০, আনাম ১/১৩, ডায়ানা ২/১২, নিদা ১/১৮, সানা ২/১০)
পাকিস্তান: ১৪.৫ ওভারে ৭৮/৩ (আয়েশা ৪, নাহিদা ১৭, জাভেরিয়া ৩৬, মুনিবা ১৮*, আলিয়া ০*; সালমা ১/১৩, রুমানা ১/১৫, কুবরা ১/১৪)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ: পাকিস্তান ৪ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী
Discussion about this post