ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। কিন্তু এরইমধ্য দল গোছাতে শুরু করেছে দলগুলো। সাত ফ্রাঞ্চাইজির মধ্যে ছয় ফ্রাঞ্চাইজিই আগের আসর থেকে সর্বোচ্চ চারজন ক্রিকেটার ধরে রেখেছে। রংপুর রাইডার্সে থাকছেন ক্রিস গেইল। ঢাকা ডায়নামাইটস ধরে রাখল সুনিল নারিন ও কিরণ পোলার্ড।
গত বিপিএলে খেলা চার ক্রিকেটার (দেশি বিদেশি মিলিয়ে) ধরে রাখার তালিকা জমা দেয়ার নির্ধারিত সময় ছিল ৩০ সেপ্টেম্বর। যদিও তার আগেই চিটাগং ভাইকিংস ছাড়া বাকি ফ্রাঞ্চাইজিগুলো কোন চারজন ক্রিকেটারকে রেখে দিল।
এদিকে রংপুরে এবারো খেলবেন আইকন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান আছেন ঢাকায়। তামিম ইকবাল কুমিল্লায়। মুস্তাফিজুর রাজশাহী ও মাহমুদউল্লাহ রিয়াদ খুলনাতে। সিলেটের আইকন লিটন দাস। চট্টগ্রামের আইকন হতে পারেন মুশফিকুর রহীম।
এক নজরে ছয় দলের ধরে রাখা ক্রিকেটাররা
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (আইকন), সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক, মোহাম্মদ সাইফউদ্দীন
সিলেট সিক্সার্স : লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন, সোহেল তানভীর
রংপুর রাইডার্স : মাশরাফি বিন মর্তুজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রেথওয়েট, আরিফুল হক
রাজশাহী কিংস : মুস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, মুমিনুল হক
Discussion about this post