ক্রিকবিডি২৪.কম ডেস্ক
অবশেষে অপেক্ষা শেষ হল মোহাম্মদ হাফিজের। ৩৭ বছর বয়সে ফের পাকিস্তান টেস্ট দলে জায়গা পেলেন তিনি। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তাকে দলে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দেশের পক্ষে সবশেষ টেস্ট খেলেন ২০১৬ সালের আগস্টে। তারপর মোহাম্মদ হাফিজ শুধুই রঙিন পোশাকের ক্রিকেটেই পাকিস্তান দলে বিবেচিত হতেন। সেটাও নিয়মিত নয়। এবার সুযোগটা পেয়ে গেলেন সাদা পোশাকে। প্রথম শ্রেনীর ক্রিকেটে ভাল খেলেই দলে জায় পেলেন হাফিজ। পেশোয়ারের বিপক্ষে নর্দান পিপিলাইনস লিমিটেডের হয়ে ডাবল সেঞ্চুরি ও ৪টি উইকেট নেন তিনি। তাতে তার দল ইনিংস ও ১০৫ রানের বড় ব্যবধানে জিতে। টুর্নামেন্টে অভিজ্ঞ এই অলরাউন্ডার ৩ ম্যাচে ১৫.৫৮ গড়ে নেন ১২টি উইকেট।
৭ অক্টোবর দুবাইয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
পাকিস্তান স্কোয়াড –
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলি, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, ইয়াসির শাহ, শাদাব খান, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, ফাহিম আশরাফ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক) ও মোহাম্মদ হাফিজ।
Discussion about this post