ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয় ছাড়া অন্য পথ খোলা ছিল না বাংলাদেশের। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপের মুখে ছিলেন জুনিয়র টাইগাররা। কিন্তু সোমবার চাপ কাটিয়ে দল তুলে নিল দুর্দান্ত এক জয়। পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাঁচয়ে রেখেছে তৌহিদ হৃদয়ের দল।
শেষদিকে জমে উঠা ম্যাচে ১৬ বল আর ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৮৭ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জবাব দিতে নেমে সহজ ম্যাচটা কঠিন করেই জিতে জুনিয়র টাইগাররা। ওপেনার তানজিদ হাসান শুরুতেই আউট। এরপর ওপেনার সাজ্জাদ হোসাইন (২১)ও অধিনায়ক তৌহিদ হৃদয়ও (১০) বেশিদুর যেতে পারেন নি। তবে শামীম হোসাইনকে নিয়ে প্রান্তিক নাওয়াজ নাবিল জয়ের পথ দেখান। চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন তারা।
৫৮ রান করেন নাওয়াজ নাবিল। শামিম হোসাইন ৬৫ রানে আহত হয়ে অবসরে নেন। আর শেশদিকে আকবর আলির (১৭*) দলকে এনে দেন দারুণ জয়।
এর আগে ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয় প্রথমে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানকে। চট্টগ্রামের উইকেটচে তার সেই সিধান্তটা যৌক্তিক করে তুলেন বোলাররা। ১২.৪ ওভারে দলীয় ৩০ রানে পাকিস্তানের ওপেনার মহসিন খানকে আউট করে শুরু। তারপর অবশ্য সায়েম আইয়ুব ও রোহাইল নাজিরের জুটিতে চাপ সামলায় পাকিস্তান। কিন্তু রিশাদ হোসেন ফেরান ২৩ রান করা নাজিরকে। সায়েম ৪৯ রান তুলে রান আউট হয়ে ফিরেন।
ওয়াকার আহমেদ অবশ্য সাবলীল ছিলেন। ৫৮ বলে ১০ চার ও এক ছয়ে ৬৭ রান করেন তিনি। তাতেই পাকিস্তান পায় ভাল পুঁজি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩টি উইকেট নেন রিশাদ। দুটি শরিফুল ইসলামের এবং একটি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়, অভিষেক ও রাকিবুল।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার চট্টগ্রামেই হংকংয়ের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। এ ম্যাচে জিতলেি্ দল পেয়ে যাবে যুব এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট! কারণ দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। সমান ম্যাচে একটি করে জয় ও হারে বাংলাদেশ ও পাকিস্তানের সমান ২ পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৫.২ ওভারে ১৮৭/১০ (মহসিন ১১, আইয়ুব ৪৯, নাজির ২৩, ওয়াকার ৬৭, আসিফ ২, জুনাইদ ২৪, মুসা ২, নাসিম ১, হাসনাইন ০, জাভেদ ০*; শরিফুল ২/২০, মৃত্যুঞ্জয় ১/১৭, অভিষেক ১/৫৬, রকিবুল ১/৩৪, রিশাদ ৩/৫৩)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ১৯১/৭ (তানজিদ ০, সাজিদ ২১, প্রান্তিক ৫৮, তৌহিদ ১০, শামিম আহত অবসর ৬৫*, আকবর ১৭*, মৃত্যুঞ্জয় ৪, রকিবুল ১, রিশাদ ২, অভিষেক ৪*; হাসনাইন ১/১৯, নাসিম ১/৬৩, মুসা ৩/২৪, জুনাইদ ০/৩১, জাভেদ ১/৪০, সাদ ১/১৩)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী
Discussion about this post