ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোট থেকে কবে মুক্তি মিলবে? আবার কবে মাঠে ফিরতে পারবেন তামিম ইকবাল?
দুটো প্রশ্নেরই উত্তর জানা নেই। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই হাতে চোট পান এই ব্যাটসম্যান। এখনো অস্ত্রোপচার করাননি। শোনা যাচ্ছে সেটা দরকার নাও হতে পারে। এরইমধ্যে ইংল্যান্ডের চিকিৎসক ড. ডেভিড ওয়ারউইকে পরামর্শে চলছেন এই ওপেনার। সবকিছু বুঝে উঠতে চোট পাওয়া হাত দেখাতে ইংল্যান্ড যেতে পারেন তামিম।
চোট পাওয়া হাতে অস্ত্রোপচার লাগবে কি লাগবে না, সেটি নিশ্চিত হতেই বৃহস্পতিবার ইংল্যান্ডে যাচ্ছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানান, ‘চিকিৎসককে দেখাতে তামিম ইংল্যান্ডে যাচ্ছেন। ওখানকার চিকিৎসকই ঠিক করবেন এখন তাকে কী করতে হবে। অস্ত্রোপচার করাতে হবে কি না, সেটি তাই এ মুহূর্তে বলতে পারছি না। আমাদের মেডিকেল টিম বিষয়টি দেখছে।’
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এনিয়ে বলেন, ‘শুধু চোট পাওয়া হাতটা দেখাতেই তামিম যাচ্ছে। ড. ডেভিড ওয়ারউইকের কাছে যাচ্ছে ও। আমরা এক্স-রের ছবি স্ক্যান করে পাঠিয়েছি। তবে চিকিৎসক নিজ চোখে একবার তামিমের চোট দেখতে চান। যদ্দুর জানি, সে হাত দেখিয়েই চলে আসবে। আশা করছি অস্ত্রোপচার লাগবে না। ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পুরো বিষয়টা দুবাই থেকে দলের ফিজিও থিলান চন্দ্রমোহন সমন্বয় করছে।’
এই চোট সামলে উঠতে চার থেকে ৬ সপ্তাহ প্রয়োজন হয়। সে হিসেবে তামিমের যদি শেষ পর্যন্ত ছুরি কাঁচির নিচে যেতে হলে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মিস করবেন তিনি। এমন কী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজও তাকে মিস করতে পারে বাংলাদেশ। সব মিলিয়ে চোট নিয়ে ভাবনায় আছেন তামিম।
Discussion about this post