ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সমীকরণটা একবারে পরিস্কার- জিতলেই সোজা ফাইনালে। হারলে বিদায়।
এমন ডু অর ডাই অবস্থাতেই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হারিয়েই ফাইনালে উঠে যেতে চায় টাইগাররা। আগাম উত্তাপ ছড়ানো এই ম্যাচটি আবুধাবিতে শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টসে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে শুরু। এরপরই আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে দল। তারপরও মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে নিশ্চিত হয় সুপার ফোর।
এরপর ভারতের কাছে ৭ উইকেটে হারলেও এরপরই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আফগানিস্তানকে শ্বারুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচে ৩ রানে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে মাশরাফির দল। একটা জয়ই নিয়ে যাবে এশিয়াকে ফাইনালে। যেখানে অপেক্ষায় আছে ভারত।
অলিখিত এই সেমিফাইনালে মাঠে নামার আগে দলের অন্যতম তারক মুস্তাফিজুর রহমান বলেন, ‘নিজেদের দিনে আমরা যে কোন প্রতিপক্ষকে কুপোকাত করতে পারি। জয়ের লক্ষ্যেই আমার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামব। একটি জিতছি, পরের ম্যাচ জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ। ফুরফুরে মেজাজে আছে সবাই।’
ম্যাচটা নিয়ে আত্মবিশ্বাসী টাইগার কোচ স্টিভ রোডসও। তিনি বলেন, ‘দেখুন, ক্রিকেট দল হিসেবে ওদের প্রতি শ্রদ্ধা আছে, চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি আমরা। তবে আমরাও বিপজ্জনক দল এবং তারাও সেটা জানে। দারুণ লড়াই হবে। ম্যাচটি কার্যত সেমি-ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ থেকে আসার পর আমরা এটিই চেয়েছিলাম, এই জায়গাতেই আসতে চেয়েছিলাম। পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে খেলতে চেস্টা করবো।’
অন্যদিকে এই ম্যাচের আগে পাকিস্তানের কোচ মিকি আর্থার স্পষ্ট বলেন, ‘সত্যি বলতে, এ মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস্যের সঙ্কট চলছে। ব্যর্থতার ভয় কিছুটা হলেও ড্রেসিংরুমে গ্রাস করেছে। ক্রিকেট দল হিসেবে এখন আমরা কি অবস্থায় আছি, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আমরা।’
এ পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৫বার। ৩১টিতে জিতেছে পাকিস্তান। ৪টিতে বাংলাদেশ। লড়াইটা একপেশে হলেও এখন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে অসাধারন এক দল।
Discussion about this post