ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাশরাফি বিন মর্তুজা মানেই আস্থার প্রতীক। এবারের এশিয়া কাপেও সামনে থেকেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তারই পথ ধরে পাচ্ছেন সাফল্য্ রোববার আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি ৯ ওভারে ৬২ রানে নেন ২ উইকেট। প্রতিপক্ষের দুই সেরা ব্যাটসম্যান আসগর আফগান ও হাসমতউল্লাহ শাহিদীর উইকেট নেন ম্যাশ।
এই দুই উইকেট নিয়ে অনন্য এক মাইলফলকে পা রাখেন তিনি। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে আড়াইশ উইকেট পাওয়ার কীর্তি গড়েন মাশরাফি।
আড়াইশ উইকেটের মাইলফলক থেকে ২ উইকেট দুরে থেকে রোববার মাঠে নেমেছিলৈন নড়াই এক্সপ্রেস।
ওয়ানডেও বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট মাশরাফিরই। ৩৪ বছর বয়সী এ পেসার ইনজুরিকে পাশ কাটিয়ে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন।
বিশ্ব ক্রিকেটে ডানহাতি পেসারদের মধ্যে মাশরাফি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন ১৪ নম্বরে। সেরা দশের পর তার সামনে আছেন কপিল দেব (২৫৩), মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯) ও আব্দুর রাজ্জাক (২৬৯)।
Discussion about this post