ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাজিকেল ওভারে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা প্রায় হেরেই গিয়েছিল দল। কারণ শেষ ওভারে প্রতিপক্ষের যখন দরকার মাত্র ৮ রান, তখনই বল হাতে চমক দেখান কাটার মাস্টার। তখনই বল হাতে নিয়ে দিলেন মাত্র ৪ রান।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ জিতে ৩ রানে। তারও আগে ব্যাট হাতে ষষ্ঠ উইকেটে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ গড়ে দেন জয়ের ভিত। যোগ করেন ১২৮ রান। ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিংকে টার্নিং পয়েন্ট বলেন মাহমুদউল্লাহ, ‘আমি মুস্তাফিজের বোলিংকেই বলব আমি। আমাদের জুটি হয়ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ৬ বলে ৮ রান আটকানো সহজ নয়। মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ।’
আবুধাবিতে আফগানদের হারানো ম্যাচ নিয়ে সতীর্থের প্রশংসাও করলেন ম্যাচসেরা মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পেরেছি, মোস্তাফিজের অসাধারণ শেষ ওভারের জন্য। আমরা বারবার ওকে এজন্যই কৃতিত্ব দিচ্ছি যে ও ক্র্যাম্প করছিল, স্ট্রেচিং করছিল। আমার মনে হয়, ও পুরো রান আপে বল করছিল না। শর্ট করে নিয়েছিল একটু। এজন্য ওকে কৃতিত্ব দিচ্ছি এত বেশি।’
মুস্তাফিজ এক টুইট বার্তায় আফগান ম্যাচ প্রসঙ্গে লিখেন, ‘এটা ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। মুহূর্তটি বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।’
Discussion about this post