ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপের গত তিন আসরই নিজেদের মাঠে খেলেছে বাংলাদেশ। এবার খেলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগের প্রতিবারই মিলেছে সাফল্য। তাইতো এবার চ্যালেঞ্জ থাকছে টাইগারদের জন্য। তবে শিরোপা কাছে গিয়েও ট্রফি জেতা হয়নি। অতীত থেকে শিক্ষা নিয়ে এই টুর্নামেন্টে স্বপ্ন দেখছেন সাকিব আল হাসানরা। ট্রফিতে চোখ রেখেই শনিবার মিশন শুরু করবে দল।
এশিয়া কাপ মিশনের আগে সাকিব আল হাসান বলেন, ‘দেখুন, আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এই টুর্নামেন্টে সামনে এগোবো। মুল লক্ষ্য একটাই ট্রফি জয়। ট্রফি জিততেই আমরা এ টুর্নামেন্টে খেলতে এসেছি। সাফল্য পেতে হলে প্রক্রিয়াটা অতি অবশ্যই সঠিক হতে হবে। তাই শুরুতে আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে বেশি কথাবার্তা বলার চেয়ে নজর দিতে চাই, পারফরম্যান্সে।’
প্রথম ম্যাচেই শনিবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে লড়াইয়ের আগে তিনি বলেন, ‘সত্যি বলতে কী শ্রীলঙ্কার এই দলটি বেশ ভাল। দলটিতে অনেক খেলোয়াড় আছে, যারা ম্যাচ জেতাতে সক্ষম। তাই আমরা ওদের নির্দিষ্ট কোন খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। তাদের প্রত্যেক খেলোয়াড়কে নিয়েই পরিকল্পনা কষছি। তাদের গোটা একাদশের বিপক্ষেই আমাদের নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে হবে।’
আশাবাদী শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও। তিনি বলেন, ‘বাংলাদেশ ভাল দল। সাম্প্রতিক সময়ে খেলছেও তার বেশ ভাল ক্রিকেট। মাঠের খেলায় তাদের হারাতে হলে আমাদেরও অবশ্যই ভাল ক্রিকেট খেলতে হবে।’
Discussion about this post