ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওভাল টেস্ট দিয়ে মঙ্গলবার ক্যারিয়ারের ইতি টানলেন অ্যালিস্টার কুক। এরপরই এ বাঁহাতি ব্যাটসম্যান পেলেন র্যাংকিংয়ে সুখবর। আইসিসির প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি।
গত কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন কুক। হয়তো তাই সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত হঠাৎ করেই জানিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এ ব্যাটসম্যান ওভালে নিজেকে ফিরে পেলেন। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের করেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণে গত পরশু ইংল্যান্ড ম্যাচ জিতে ১১৮ রানে। মোট ২১৮ রান করে ম্যাচসেরা হন সাবেক এ অধিনায়ক।
আগের মতো ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছেন বিরাট কোহলি। শেষ ইনিংসে সেঞ্চুরি করা ১৬ ধাপ এগিয়ে লোকেশ রাহুল আছেন ১৯ নম্বরে। এদিকে শেষ টেস্টে সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক জো রুট এক ধাপ এগিয়ে চারে উঠেছেন।
জেমস অ্যান্ডারসন বোলারদের র্যাংকিংয়ে রয়েছেন আগের মতোই শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার চেয়ে ১৭ পয়েন্ট বেশি তার।
Discussion about this post