ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভিসা জটিলতা শেষ হয়নি। সোমবারও সংযুক্ত আরব আমিরাতের ভিসা হাতে মিলেনি তামিম ইকবালের। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার উড়াল দিতে পারের দুবাইয়ে। তার আগে বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান নিজের চোট আর প্রস্তুতি নিয়ে ভাবনায় আছেন।
রোববার দলের সঙ্গে যেতে পারেন নি তিনি। এরপর আরেকটা দিন কেটে গেল। প্রস্তুতির ঘাটতি তো আছেই। এ কারণে মঙ্গলবার মিরপুরের শেরে বাংলায় অনুশীলনের কথা ভাবছেন তামিম। তবে কিছুটা হলেও স্বস্তির খবর হাতের আঙুলের ফোলা কমেছে। তবে ব্যাথা আছে।
চোটের অবস্থা বুঝেই মঙ্গলবার হোম অব ক্রিকেটে ব্যাটিং প্র্যাকটিসটা করবেন তামিম। কারণ এশিয়া কাপে মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া চাই। হাতেও সময় একেবারে কম। ১৫ সেপ্টেম্বর শুরু মাঠের লড়াই। এর আগে তামিম সবশেষ ব্যাটিং করেছেন গত ২৫ আগষ্ট।
জাতীয় দলের প্রস্তুতিতে ২৭ আগষ্ট থেকে শুরুতে ফিটনেস ট্রেনিং করেন। এরপর স্কিল ট্রেনিং শুরু হতেই চোট পান আঙুলে। তারপর ব্যক্তিগত কাজে ঘুরে এসেছেন সিঙ্গাপুর। তখনই জেনেছেন আঙুলে হালকা চিড় আছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী তামিম। ডান হাতের অনামিকার চোটের ধাক্কা সামলে উঠা যাবে বলে মনে করছেন এই ওপেনার।
আর সেটা না হলে প্রথম ম্যাচটাতে দর্শক হয়েই থাকতে হবে তাকে। তার অভাবটা পূরণ করার মতো ব্যাটসম্যান অবশ্য নেই দলে।
এদিকে শুধু তামিম ইকবালই নন, রুবেল হোসেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, স্পিন বোলিং কোচ সুনিল জোসি আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ারও ভিসা পাননি সোমবার।
Discussion about this post