ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে এরইমধ্যে সোশাল মিডিয়া ছবি পোস্ট করেছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহীমরা এখন লড়াইয়ের অপেক্ষায় আছেন।
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া এশিয়া কাপের মাঠের লড়াই।
উদ্বোধনী দিন মাঠে নামবে টাইগাররা। শুরুতেই লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। ‘বি’ গ্রুপে মাশরাফিদের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান। ‘এ’ গ্রুপ খেলবে ভারত ও পাকিস্তানে ও বাছাই পর্বে চ্যাম্পিয়ন হংকং।
এবারের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালসহ ১৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি খেলা দেখা যাবে গাজী টিভিতেও।
ইউটিউবে র্যাবিথহোল চ্যানেলে বিজ্ঞাপনের যন্ত্রণা ছাড়াই খেলা দেখা যাবে। সঙ্গে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১) আর ডিডি স্পোর্টসও সরাসরি খেলা দেখাবে। এছাড়া ইউরোপে খেলা দেখাবে- স্কাই স্পোর্টস ক্রিকেট, যুক্তরাষ্ট্রে উইলো টিভি, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি ও মধ্যপ্রাচ্য ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি ও সিঙ্গাপুরে স্টার ক্রিকেটে।
এশিয়া কাপ গ্রুপ পর্বের সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান ও হংকং দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা ও আফগানিস্তান আবুধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত ও হংকং দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত ও পাকিস্তান দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ ও আফগানিস্তান আবুধাবি
Discussion about this post