ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ ক্রিকেটের মিশনে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও
ভিসা জটিলতায় তামিম ইকবাল এবং রুবেল হোসেন দলের সঙ্গে যেতে পারেন নি। বাকি ১৩জন এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড়াল দিয়েছেন দুবাইয়ে। ভিসা জটিলতা শেষে তামিম-রুবেল সোমবার অথবা মঙ্গলবার দুবাইয়ে যেতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়ের আগে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আত্মবিশ্বাসের কথা বললে বলব আমরা দল হিসেবে খুব ভালোভাবে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজ খুব ভালো খেলে জিতেছি। আর আমাদের সবশেষ এশিয়া কাপও খুব ভালো গেছে। দুটো এশিয়া কাপের ফাইনাল খেলেছি আমরা। এবারও ভালো কিছুর স্বপ্ন নিয়ে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটিয়ে সাকিব আল হাসান সরাসরি গিয়ে দুবাইতে যোগ দেবেন দলের সঙ্গে।
সাকিব, তামিম, রুবেল ছাড়াও দলের সঙ্গে দুবাই যেতে পারেন নি এশিয়া কাপের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভিসা জটিলতায় পড়েছেন তারা। এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ বি’তে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই আফগানিস্তানের সঙ্গে।
ভিন্ন ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণকারী ছয় দল প্রথম পর্বে খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। আর দুই গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে সুপার ফোর।
Discussion about this post