ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেজাজ ধরে না রাখতে পারার খেসারত গুনলেন জেমস অ্যান্ডারসন। আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হওয়ায় শাস্তি পেলেন ইংল্যান্ডের এই পেসার। ভাগ্য ভাল জরিমানার গুনেই এবার পার পেয়ে যাচ্ছেন তিনি। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ভারতীয় ইনিংসের ২৯তম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন অ্যান্ডারসন। কিন্তু ভারত অধিনায়ককে আউট দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা।
তারপরই ইংলিশ অধিনায়ক জো রুটকে রিভিউ নিতে বলেন তিনি। কিন্তু তাতেও সাফল্য মিলেনি। এরপরও আম্পায়ারদের সিদ্ধান্তে বিরক্ত হন অ্যান্ডারসন। রিপ্লেতে স্পষ্ট তার বিরক্তি প্রকাশ পেয়েছে। তারপরই খেলা শেষে মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও উইলসন তার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। শেষ পর্যন্ত ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশপাশি তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও যুক্ত করেছেন ম্যাচ রেফারী।
আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ এর ২.১.৫ আর্টিকেল অনুযায়ী অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের ভিন্নমত পোষণ করলে পড়তে হবে জরিমানার মুখে। এবার সেই শাস্তিই পেলেন অ্যান্ডারসন। অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি। এ কারণে আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন নেই।
গত ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসির সংশোধিত আচরণবিধি চালু হওয়ার পর এটিই অ্যান্ডারসনের প্রথম শাস্তি।
Discussion about this post