ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতির পালা শেষ। ঈদের পর থেকেই টানা অনুশীলনে করছে বাংলাদেশ দল। আজ রোববার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল। এমিরেটস এয়ালাইন্সের বিমানে সাড়ে সাতটায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। মিশন এশিয়া কাপ। তবে এই দলের সঙ্গী হচ্ছে না সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দেবেন দুবাইয়ে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছিলেন তিনি। এরপর ছুটি কাটাতে চলে যান মার্কিন মুল্লুকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর সিপিএল খেলে মাহমুদউল্লাহ একদিন আগেই ফিরেছেন দেশে। সোমবার তার দুবাই যাওয়ার কথা।
এর মধ্যে সাকিব অবশ্য চোট নিয়েই খেলবেন এশিয়া কাপে। আঙুলের ব্যথায় কাবু তিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেইন কিলার নিয়ে খেলেছেন। অস্ত্রোপচার করার কথা থাকলেো্ টুর্নামেন্ট শেষে এনিয়ে ভাববেন তিনি। একইভাবে তামিম ইকবালও আছেন চোটে। তার প্রথম ম্যাচটা খেলা নিয়ে আছে শঙ্কা। দলের তরুন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অনুশীলনেন হাতে চোট পেয়েছেন।
২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে এশিয়া কাপ হয়েছে ঢাকায়। এবার জমবে সংযুক্ত আরব আমিরাতে। সন্দেহ নেই ৫০ ওভারের এই ক্রিকেটে ফেভারিট হিসেবেই শুরু করবে টাইগাররা। গত দুইবারই এই আসরের ফাইনালে খেলেছে দল। মাশরাফি এবারো স্বপ্ন দেখাচ্ছেন।
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপের আরেক দল আফগানিস্তান। অন্য গ্রুপে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ছয় দলের সেরা চারদল যাবে দ্বিতীয় রাউন্ডে। ডাবল লিগ পদ্ধতিতে চার দল প্রত্যেকের সঙ্গে ম্যাচ হবে। এরপর সেরা দুই দল উঠবে ফাইনালে।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও লিটন কুমার দাস।
Discussion about this post