ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ ক্রিকেট। সংযুক্ত আরব-আমিরাতে এই লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান আর হংকং। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে টিভি চ্যানেল স্টার স্পোর্টস।
তারা ঠিক করে ফেলেছে এশিয়া কাপের ১০ সদস্যের ধারাভাষ্য প্যানেল। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। কমেন্ট্রি বক্সে দেখা যাবে তাকে।
দশ জনের এই দলে ভারত থেকে রয়েছেন ৩ জন, পাকিস্তান থেকে ২ জন, শ্রীলঙ্কা থেকে ২ জন, ইংল্যান্ড থেকে ২ জন ও অস্ট্রেলিয়া থেকে ১ জন। ভারতের ধারা ভাষ্যকার হিসেব আছেন-সুনীল গাভাস্কার, লক্ষণ শিভারামাকৃষ্ণ আর ভিভিএস লক্ষণ। ভিভিএস লক্ষণ না আসতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে ভারতের সাবেক পেসার জহির খানকে। পাকিস্তানের ধারাভাষ্যকার থাকবেন-রমিজ রাজা ও আমির সোহেল। শ্রীলঙ্কার আছেন কুমার সাঙ্গাকারা ও রাসেল আর্নল্ড। বাংলাদেশের -আতাহার আলী খান।
আফগানিস্তানের সাবেক কোচ ডিন জোন্স রয়েছেন ধারাভাষ্যকার প্যানেলে। আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসনও।
Discussion about this post