ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারে বারবারই মাঠের বাইরের কাণ্ডে অালোচনায় এসেছেন তিনি। কিন্তু নিজেকে কখনোই পাল্টাননি সাব্বির রহমান। এর আগেও নিষেধাজ্ঞা, অর্থ দণ্ড পেয়েছেন, কিন্তু নিজেকে পাল্টাননি সাব্বির। এবার শৃঙ্খলাজনিত কারণে সাব্বির রহমানকে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শৃঙ্খলা কমিটি।
জানা গেছে, সাব্বির এবার শাস্তি পেয়েছেন ফেসবুকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১৫ রান। এরপর সাব্বিরের ফর্ম নিয়ে ফেসবুকে আক্রমণ করে পোস্ট দেন এক ক্রিকেটপ্রেমী। তারপর ‘সাব্বির রহমান রোমান’ নামে অ্যাকাউন্ট একটি বিতর্কিত ম্যাসেজ পাঠানো হয়। যা পরে ফেসবুকে ভাইরাল হয়।
এনিয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক শনিবার বলেন, ‘ফেসবুকের একটা বিষয় নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। ও অবশ্য বলছে, এটা হ্যাকড হয়েছিল। এই মুহূর্তে আমরা এটা যাচাই করতে পারছি না। তবে তার সর্বোপরি কার্যকলাপ বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়েছে। আগের ঘটনায় সে তো শাস্তি পেয়েছেই। এখন শাস্তিটা ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল ও।’
নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে না। নতুন এই নিষেধাজ্ঞার পর নিজেকে কতটা বদলাতে পারবেন সাব্বির? ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দেখুন, এতদিন তার শাস্তি ছিলো আর্থিক জরিমানা ও ঘরোয়াতে ছয় মাসের নিষেধাজ্ঞা। এর চেয়ে বড় শাস্তি হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। পাশাপাশি তাকে বলা হয়েছে, ভবিষ্যতে এ রকম কিছু ঘটলে আরও বড় শাস্তি দেয়া হবে। হয়ত তাকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে। আগের শাস্তিতে আমরা হিসেবে করে দেখেছি, নিষেধাজ্ঞা ছাড়াও তার হয়ত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। কেউ নিজেকে শোধরায়, কেউ শোধরায় না। একটা কথা বলতে পারি, বোর্ড সভাপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের শাস্তি কঠোর হবে।’
সাব্বিরের নতুন এই নিষেধাজ্ঞা শেষ হবে ফেব্রুয়ারিতে। শনিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সামনে আসেন মোসাদ্দেক হোসেনও। যিনি স্ত্রীর করা যৌতুকের মামলায় বিপাকে আছেন। তাকে অবশ্য সতর্ক করেই এবারের মতো ক্ষমা করে দেয়া হয়েছে।
Discussion about this post