ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠের বাইরে তাদের কাণ্ডে রীতিমতো বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো নড়েচড়ে বসেছেন কর্তারা। আগের শাস্তিতেও কাজ না হওয়ায় এবার ডাকা হচ্ছে সাব্বির রহমান, নাসির হোসেন আর মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এরমধ্যে সাব্বিরের বিপক্ষে অভিযোগের অন্ত নেই। একের পর এক ঘটনার জন্ম দিচ্ছেন এই অলরাউন্ডার। তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছে বিসিবি। এশিয়া কাপের দলে নেই তিনি। এমন কী নেই চুক্তিতেও। ক্যারিয়ারটাও শঙ্কার মধ্যে পড়ল তার।
আবার ক্রিকেটার নাসির হোসেনও কম যাননা। নারী কেলেঙ্কারিতে বেশ কয়েকবার তার নাম এসেছে। এইতো কিছুদিন আগেও ফেসবুকে উত্তাল হয়ে এসেছে তার বিরুদ্ধে আসা অনেক অভিযোগ। সবশেষে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে।
এসব বিষয় নিয়ে সিনিয়র কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৃহস্পতিবার সভায় বসেন সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর তিনি জানান, ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে এই তিন ক্রিকেটারকে। আগামী শনিবার সকাল ১১টায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হবেন সাব্বির, নাসির ও মোসাদ্দেক।
বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান বোর্ডের অন্যতম পরিচালক শেখ সোহেল। কমিটির অন্যতম সদস্য বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস। ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন তারা। এরপর পুরো বিষয়টা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি।
Discussion about this post