ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়েই এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের চূড়ান্ত দল। যেখানে আছেন এই অলরাউন্ডার। সংযুক্ত আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলেই আঙুলের অস্ত্রোপচার করাবেন সাকিব।
এশিয়া কাপের ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে ঈদের পর শুরু হয় অনুশীলন। সেখান থেকে এবার বেছে নেওয়া হল ১৫ সদস্যের চূড়ান্ত দল।
দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। এমনিতেই ফর্মে ছিলেন না এই ব্যাটসম্যান। সঙ্গে মাঠের বাইরের কাণ্ডে সমালোচিত হয়েছিলেন। তার পাশাপাশি দলে রাখা হয়নি সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে।
কিন্তু দলে টিকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। স্ত্রীর করা যৌতুক মামলায় বিপাকে থাকলেও তাকে ১৫ সদস্যের দলে রেখেছেন নির্বাচকরা।
দলের অধিনায়ক যথারীতি মাশরাফি বিন মর্তুজা। সঙ্গে পেস আক্রমণে তার পাশাপাশি থাকবেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনি।
সবকিছুর পর সাকিবের দলে থাকাটা বড় আলোচনার অনুসঙ্গ। কারণ হাতের অস্ত্রোপচার নিয়ে ঝামেলায় ছিলেন তিনি। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার রাতে দেশে ফিরেন তিনি। এরপর কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। তারপর জানা গেল সাকিব খেলছেন এশিয়া কাপে।
যদিও পেইন কিলার নিয়েই হয়তো এই টুর্নামেন্টটাও খেলতে হবে সাকিবকে।
এশিয়া কাপের বাংলাদেশ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
Discussion about this post