ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই দুঃসংবাদটা শুনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি রবি চুক্তি বাতিল করেছে। মেয়াদ পুর্তির বছর খানেক আগেই রবি এই চুক্তি বাতিল করেছে।
মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিসিবির সঙ্গে চুক্তি বাতিলের কারণ হিসেবে রোববার, ২৬ আগস্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে-
‘বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সুদীর্ঘ পৃষ্ঠপোষকতায় আমরা গর্বিত। ২০১৫ সালে আমরা টাইগারদের পৃষ্ঠপোষক হওয়ার পর থেকে আমাদের জাতীয় ক্রিকেট দলের অভাবনীয় উত্থান শুরু। মাঠে টাইগারদের দুর্দান্ত ঝলক এবং নাজমুল হোসেন পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দক্ষ ব্যবস্থাপনার অপূর্ব সমন্বয়েই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। রবি’র পৃষ্ঠপোষকতা চালাকালীন সকল ক্রিকেট ভক্ত ও গণমাধ্যমের বন্ধুদের আন্তরিক সমর্থন ও ভালবাসায় আমরা অভিভূত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে পৃষ্ঠপোষকতার দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’
এনিয়ে সরাসরি কেউ কিছু না বললেও জানা গেছে, বিসিবি বেশ কয়েকবার স্পন্সরশিপ চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এনিয়ে রবি আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। কিন্তু বিসিবি’র কাছ থেকে রবি কোন সাড়া ও সহযোগিতা পায়নি।
২০১৫ সালে প্রথম মেয়াদে সাফল্যের সঙ্গে জুটি গড়ার পর দ্বিতীয় মেয়াদে উভয়পক্ষ গত বছরের জুলাই মাসে দুই বছরের জন্য নতুন চুক্তি করে। দুই বছরের চুক্তির বিনিময় মুল্য ছিল ৬১ কোটি টাকা। এই চুক্তির আওতায় ‘এ’ দল অনুর্ধ্ব-১৯ দল ও নারী জাতীয় দলের অফিসিয়াল স্পন্সরও ছিল রবি।
Discussion about this post