ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারছেন না জো রুট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। অবশ্য এছাড়া কোন উপায়ও ছিল না। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আইপিএল থেকে তাকে দুরে থাকতে বলেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এরপরই অ্যাশেজ সিরিজ। সব মিলিয়ে দম ফেলার সুযোগ নেই। এ কারণেই ২০১৯ মৌসুমের আইপিএলের নিলামে থাকবে না জো রুটের নাম। যদিও দিন কয়েক আগে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের হয়ে চুক্তি করেছেন এই ব্যাটসম্যিান। যেখানে সাতটি ম্যাচ খেলার কথা আছে তার।
অবশ্য আইপিএলের গত মৌসুমে রুটকে কিনেনি কোন দল। আর ২০১৯ মৌসুমে নিলামে নাম থাকবে না এই ক্রিকেটারের। এনিয়ে অবশ্য কোন আক্ষেপ নেই ইংল্যান্ড অধিনায়কের। দেশের হয়ে খেলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ২০ ওভারের ক্রিকেটে রেকর্ড মন্দ নয় তার। ২৮ টি-টুয়েন্টিতে ১২৮.৫৯ স্ট্রাইকরেটে রান পেয়েছেন রুট।
Discussion about this post