ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আঙ্গুলের চোট নিয়ে ব্যথায় কাবু তিনি। এখনো অবশ্য ঠিক হয়নি কবে অস্ত্রোপচার করাবেন। মেলবোর্নে কথা চলছে বিশেষজ্ঞের সঙ্গে। তার আগে এবার পবিত্র হজে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) থেকে এ কারণেই সরিয়ে নিয়েছিলেন নিজেকে।
জানা গেছে, বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক রোববার রাত সাড়ে ১১টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটে রওনা দেবেন।
এর আগে শনিবার হজে যাওয়ার খবরটা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন সাকিব। এক পোস্টে এই অলরাউন্ডার দেশবাসীর ভক্তদের দোয়া। সৌদি রাজ পরিবারের অতিথি হয়ে এবার হজে যাচ্ছেন তিনি।
পবিত্র হজে যাওয়া নিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব লিখেছেন-
এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল – সাকিব।
Discussion about this post