ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুটো ট্রফি সঙ্গে নিয়ে যুক্তরাস্ট্র থেকে বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দীর্ঘ সফরে অনেক প্রাপ্তিই জমা পড়েছে। টেস্ট সিরিজে ব্যর্থ হলেও ঠিকই ওয়ানডে আর টি-টুয়েন্টিতে জিতেছে বাংলাদেশ।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে দলের আসছেন না সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে সিরিজ শেষ করে চলে যান যুক্তরাষ্ট্রে। এই মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা রয়েছে তার।
টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের পরিবার যুক্তরাস্ট্রেই থাকে। এ কারণে সিরিজ শেষে তিনি চলে গেছেন শ্বশুরবাড়িতে। বেশ কিছুদিন সেখানেই থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একইসঙ্গে ছুটি কাটাতে আমেরিকায় আরো কিছুদিন থাকবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম।
জানা গেছে, রোববার অথবা মঙ্গলবার ফেরার কথা আছে মুশফিক-তামিমের।
মাহমুদউল্লাহ রিয়াদ চলে যাচ্ছেন ফের ওয়েস্ট ইন্ডিজে। সেখানে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এশিয়া কাপের আগ পর্যন্ত তিনি এই লিগ নিয়ে ব্যস্ত থাকবেন। এর অর্থ ৫ সিনিয়রকে ছাড়াই ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
Discussion about this post