ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইতিহাস গড়তে পারল না ভারত। টেস্টের চতুর্থ দিন সকালে বেন স্টোকস ঝড় তুললেন। তারই পথ ধরে রুদ্ধশ্বাস ছড়ানো এজবাস্টন টেস্টে ভারতকে ৩১ রানে হারাল ইংল্যান্ড। এই জয়ে ইংল্যান্ড ৫ ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০তে। নিজেদের হাজারতম টেস্ট স্মরণীয় করে জিতল ইংলিশরা।
এই মাঠে অবশ্য এশিয়ানদের সাফল্য নেই বললেও চলে। এজবাস্টনে ১৭ বারের চেষ্টায়ও ইংলিশদের টেস্টে হারাতে পারল না উপমহাদেশের কোনো দেশ। যদিও স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট কোহলি।মনে হচ্ছিল তার হাত ধরে ইতিহাস গড়তেই পারে ভারত। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না।
ম্যাচে ইংল্যান্ডের জিততে প্রয়োজন ছিল ৫ উইকেট। ৭৮ রানে ৫ উইকেট হারানো ভারতকে কোহলিই টেনে নিয়ে যাচ্ছিলেন। প্রথমে ষষ্ঠ উইকেটে দিনেশ কার্তিকের সঙ্গে নিয়ে ইনিংস সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন। কিন্তু দিনের প্রথম ওভারে জেমস অ্যান্ডারসন সাজঘরের রাস্তা দেখান কার্তিককে। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে লড়েন কোহলি।
স্টোকস বল হাতে এসেই ম্যাজিক! তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান কোহলিকে। ১ম ইনিংসে তার ব্যাটে ১৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ৫১। একাই লড়লেন তিনি। তার বিদায়ে ভেঙ্গে যায় ভারতের স্বপ্ন।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ আগষ্ট।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৭/১০ ও ২য় ইনিংস: ১৮০/১০
ভারত ১ম ইনিংস: ২৭৪/১০ ও ২য় ইনিংস:৫৪.২ ওভারে ১৬২ (আগের দিন ১১০/৫)(কোহলি ৫১, কার্তিক ২০, পান্ডিয়া ৩১, শামি ০, ইশান্ত ১১, উমেশ ০*; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ২/৪৩, স্টোকস ৪/৪০, কারান ১/১৮, রশিদ ১/৯)।
ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: স্যাম কারান
Discussion about this post