ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই স্বস্তির খবর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। টি-টুয়েন্টি সিরিজে ক্রিস গেইলের মুখোমুখি হতে হচ্ছে না সাকিব আল হাসানদের। মারকুটে এই ব্যাটসম্যানকে বাইরে রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ৩৮ বছর বয়সী গেইলকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মারলন স্যামুয়েলস। তাকে সামাল দেওয়া সহজ হবে না।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকালে সাড়ে ৬টায়। পরের ম্যাচ দুই ম্যাচ মার্কিন যুক্তরাস্ট্রের ফ্লোরিডায়। বাংলাদেশ সময় রোববার ও সোমবার, সকাল ৬টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
মারলন স্যামুয়েলস হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ মিস করেছিলেন। এবার ফিরলেন তিনি। একই কারণে ওয়ানডেতে দেখা যায়নি আন্দ্রে রাসেলকে। এই পেসারও ফিরলেন উইন্ডিজ টি-টুয়েন্টি দলে। শক্তিশালী এই দলটার বিপক্ষেই জয়ে চোখ রেখেই নামবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল-
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাডউইক ওয়ালটন এবং কেসরিক উইলিয়ামস।
Discussion about this post