ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের অনিহী অনেক দিন ধরেই। এমন কী এই টুর্নামেন্টে খেলতেও খুব একটা আগ্রহী নয় বিরাট কোহলিরা। তারই পথ ধরে গুঞ্জন রটেছে আগামী এশিয়া কাপে সেরা দলটা নাও পাঠাতে পারে ভারত। বৃহস্পতিবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন বীরেন্দ্র শেবাগ। তিনি মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলিদের নাম প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন।
এশিয়া কাপের সূচিটাই পছন্দ হয়নি ভারতের। যেখানে দেখা যাচ্ছে ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ভারত।এরপর ১৯ সেপ্টেম্বর চির প্রতিদ্ধন্দী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কোন বিরতি ছাড়াই মাঠে নামতে হবে ৫০ ওভারের এই ম্যাচে। সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচ টেস্ট সিরিজের একটা ক্লান্তি তো থাকবেই।
আইসিসির সূচি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ভারতের সাবেক ক্রিকেটার শেবাগ বলেন, ‘দেখুন, সূচি নিয়ে এতো জটিলতা থাকলে ভারত এশিয়া কাপ না খেললেই তো পারে। ক্রিকেটারদের ম্যাচের পরে বিশ্রামের জন্য অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। কোনোভাবেই পরপর ম্যাচ হওয়া উচিত নয়।’
একইসঙ্গে টুর্নামেন্টের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেও পছন্দ হয়নি শেবাগের। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে মাসে প্রচণ্ড গরমে ক্রিকেটারদের ফিটনেসের সমস্যা দেখা দিতে পারে। আগের দিন ম্যাচ খেলার ফলে কোহলিরা ক্লান্ত থাকবে। আর পাকিস্তান দল পুরোপুরি ফিট থাকবে। এই অবস্থায় ভারত যদি ম্যাচ হেরে যায় তাহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। আমার মতে এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।’
১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান ছাড়া আছে বাছাই পর্ব টপকে আসা একটি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
গ্রুপ পর্বের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান ও বাছাইপর্বে চ্যাম্পিয়ন দল দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা ও আফগানিস্তান আবুধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত ও বাছাইপর্বে চ্যাম্পিয়ন দল দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত ও পাকিস্তান দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ ও আফগানিস্তান আবুধাবি
Discussion about this post