ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
তিন রানের আক্ষেপেই পুঁড়ছে বাংলাদেশ। একটুর জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা জেতা হল না। অবশ্য মুশফিকুর রহীমের বাউন্ডারিটা হয়ে গেলে জয় নিয়েই মাঠ ছাড়তে টাইগাররা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিতর্কিত আইনের কারণে বাউন্ডারিও হল না। জিততেও পারল না দল।
গায়ানায় বুধবার (ক্যারিবীয় সময়) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৪৩তম ওভারের ঘটনা এটি। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ খেলেন মুশফিকুর রহীম। উইকেটকিপারের পাশ দিয়ে ছুটে বল চলে যায় সীমানার বাইরে।
বাউন্ডারি হলেও রান যোগ হল না! কারণ শুরুতে আম্পায়ার আউট দিয়ে দেন তাকে। পরে রিভিউতে এটি বাতিল হলেও রান যোগ হয়নি। আইসিসির বিতর্কিত আইনটির কারণেই এমনটা হয়েছে।
বল প্যাডে লেগেছিল ভেবে উইন্ডিজের ক্রিকেটাররা আবেদন করেন। আর তাতে সাড়া দেন আম্পায়ার। এলবিডাব্লিউ হয়ে রিভিউ নেন মুশফিক। কিন্তু পরে দেখা যায় বল লেগেছিল ব্যাটের কোনায়। আউট হননি আবার রানও পাননি। আইসিসির আইন জানাচ্ছে- মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউয়ে সিদ্ধান্ত উল্টে গেলেও সেই বলে কোনো রান হবে না। কারণ হিসেবে বলা হয়- আম্পায়ার আউট দেওয়ার পর বল ‘ডেড’ হয়ে যায়।
বাংলাদেশ ৩ রানে হারের পর বিতর্কিত এই আইন নিয়ে কথা হচ্ছে। দুই ক্যারিবীয় বিশ্লেষক ইয়ান বিশপ ও জেফ ডুজন বিতর্কিত আইনটিকথা বলেন। আর আইসিসিকে এটি নিয়ে ফের ভাবতে বলেন।
Discussion about this post